বরিশালের গৌরনদীতে শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত‍্যার মামলায় মা পলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বেকসুর খালাস দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২৬ অক্টোবর) সকালে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বড় দুলালী তালুকদার বাড়িতে মো. সাগির হোসেন তালুকদাদের স্ত্রী পলি বেগম তার তিন মাস বয়সী শিশু জুবায়ের আহমেদকে গোয়াল ঘরে থাকা বালতির পানিতে চুবিয়ে হত্যা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী সাগির হোসেন তালুকদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন চলতি বছরের ৩১ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১০ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পলি বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে খালাস প্রদান করে।

আসামি পলি বেগম বর্তমানে মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তপন কুমার সহার তত্ত্বাবধানে রয়েছেন।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস