ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সি প্রবাল রিসোর্ট থেকে থেকে মজিবুর রহমান (৬৮) নামে এক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। 

মজিবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অচেতন অবস্থায় মজিবুর রহমানকে সি প্রবাল রিসোর্ট থেকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। 

মজিবুরের সঙ্গে আসা আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, দুইদিন ধরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থান করছিলেন তারা। আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মজিবুর। পরে তাকে সেন্টমার্টিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ ঢাকা পোস্টকে বলেন, সি প্রবাল রিসোর্ট থেকে মজিবুর রহমান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মুহিববুল্লাহ মুহিব/আরএআর