টাঙ্গাইলে বাড়‌ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ‌্যা

আবহাওয়া পরিবর্তনের কার‌ণে টাঙ্গাইলে বাড়‌ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ‌্যা। ডায়রিয়া ও নিউমোনিয়ায় সব‌চে‌য়ে বে‌শি আক্রান্ত হ‌চ্ছে শিশুরা। ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। এর মধ্যে ২২ জনই শিশু।

এদিকে রোগী ও তাদের স্বজনেরা টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে এসে শয্যা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। বৃহস্প‌তিবার (০৪ মার্চ) দুপু‌রে স‌রেজ‌মি‌নে হাসপাতা‌লে গি‌য়ে এ চিত্র দেখা গে‌ছে।

হাসপাতা‌লের শিশু ওয়া‌র্ডে চি‌কিৎসা নি‌তে আসা রোগী ও তাদের স্বজনেরা শয্যার অভা‌বে মে‌ঝে‌তে শুয়ে চিকিৎসা নি‌চ্ছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, শিশু ওয়া‌র্ড অপরিচ্ছন্ন। ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতালে এসে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ২৪ ঘণ্টায় ২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতা‌লের ১২ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শয্যা না থাকায় এক শয্যায় একাধিক রোগী থাক‌ছেন। কেউ কেউ রোগী নিয়ে বারান্দায় রয়েছেন।

হাসপাতা‌লের শিশু ওয়া‌র্ডে শয্যার অভা‌বে মে‌ঝে‌তে শুয়ে চিকিৎসা নি‌চ্ছেন রোগী ও তাদের স্বজনেরা

ঠান্ডাজ‌নিত রো‌গে আক্রান্ত শিশুসন্তানকে নিয়ে কা‌লিহাতী উপজেলা থেকে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে এসেছেন ক‌হিনুর বেগম। তিনি ঢাকা পোস্ট‌কে ব‌লেন, হঠাৎ শিশুর ঠান্ডা বে‌ড়ে গে‌ছে। হাসপাতা‌লে ভ‌র্তি হ‌লেও শয্যা পাই‌নি। বাধ‌্য হ‌য়ে মে‌ঝে‌তে থাকছি।

টাঙ্গাইল সদ‌রের কোদা‌লিয়া এলাকার খা‌দিজা আক্তার ব‌লেন, হাসপাতা‌লের প‌রি‌বেশ ভালো না। শিশু ওয়ার্ড অপরিচ্ছন্ন। পর্যাপ্ত চি‌কিৎসা পাচ্ছি না।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল ফারেজ ব‌লেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। বি‌শেষ ক‌রে শিশু রোগীর সংখ‌্যা বে‌শি। হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নি‌চ্ছে তারা। ডায়রিয়া ওয়ার্ডের শয্যা বাড়াতে আলোচনা চলছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হতে হ‌বে।

অভিজিৎ ঘোষ/এএম