নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে, নিহত ২
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— প্রাইভেটকার চালক আরাফাত মোল্লা (২০) ও তার ভগ্নিপতি ইব্রাহিম (২২)। আরাফাত ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে। আহতরা হলেন— একই গ্রামের নুরুল হুদার ছেলে হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪) ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
জানা যায়, বিকেলে খেলাধুলা শেষে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেটকারে ভগ্নিপতি ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে শওকতনগরে প্রাইভেটকারটি গুমানতলী প্রাইমারি স্কুলের সামনে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে চালক আরাফাত মোল্লা নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইব্রাহিম।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, আহত তিনজনের মধ্যে হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইব্রাহিম হোসেন নামে একজন মারা গেছেন। হাসান চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে চালক আরাফাত হোসেন মারা গেছেন। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম হোসেন মারা যান। এ ছাড়া শ্যামনগর হাসপাতালে আহত দুজন ও মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়।
আকরামুল ইসলাম/এমএমএস