দিনাজপুরে আইনজীবী সমিতির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০
আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই গ্রুপের সংঘর্ষে সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সাবেক ও বর্তমান কমিটির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইকে ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
আহতরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল ইসলাম, সদস্য সারওয়ার আহমেদ বাবু, রাজিউর রহমান, হাবিবুল্লাহসহ ১০ জন। এদের মধ্যে সারওয়ার আহমেদ বাবু ও হাবিবুল্লাহকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটি সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়। তবে গত বছরের সেপ্টেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাড়ানো ও সাবেক কমিটির ছয় কোটি টাকার দুর্নীতিসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ডাকা হয়।
বিজ্ঞাপন
বেলা ১১টার দিকে দিনাজপুর আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাধারণ সভার আয়োজন করেন। এ ঘটনায় সমিতির পূর্বের কমিটির নেতারা সাধারণ সভাস্থলে গিয়ে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে কিছু বহিরাগত এসে আইনজীবীদের ওপর হামলা চালায়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা জজ কোর্টের স্পেশাল পিপি পারভেজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সভার আয়োজন করেন। হঠাৎ সেখানে সাবেক কমিটির লোকজন এসে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম জানান, গত বছর করোনার কারণে পাঁচ মাস পিছিয়ে সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর কোনো এখতিয়ার নেই। এই অবৈধ সাধারণ সভা আমরা মানি না। আমরা এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের ওপর হামলা করে।
আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে পরাজয় হওয়ার পর থেকে তারা মিটিং করতে বাধা দিয়ে আসছে। যাতে তাদের দুর্নীতির বিষয়গুলো আমরা তুলে আনতে না পারি।
তিনি বলেন, বৃহস্পতিবার আইনজীবী সমিতির সাধারণ সভায় ছয় কোটি টাকার দুর্নীতিসহ ৯টি এজেন্ডা উত্থাপন করা হয়। সাধারণ সভা চলাকালে সাবেক কমিটির সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাবেক সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার এসে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।
জানতে চাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই বলেন, দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে আমাকেও ধাক্কা দেওয়া হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।
দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, দুপুরের কিছু আগে আইনজীবী সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে।
মাহাবুর রহমান/আরএআর