মেয়র আবদুল কাদের মির্জা

ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল হক আরজুর মৃত্যুতে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) বাদ মাগরিব কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল হক আরজু অপরাজনীতির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ফেনীর অপরাজনীতির শিকার। অনেক লাঞ্ছিত-বঞ্চিত হয়ে তীব্র মানসিক চাপ সহ্য করতে না পারায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকগমন করেছেন আরজু। তার অপ্রত্যাশিত মৃত্যু ফেনীর অপরাজনীতির বহিঃপ্রকাশ।  

বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়

উল্লেখ্য, আজহারুল হক আরজু ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও ফেনী সদর থানার ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

গত বৃহস্পতিবার (০৪ মার্চ) অসুস্থ হয়ে পড়লে আজহারুল হক আরজুকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

হাসিব আল আমিন/আরএআর