ফেনীতে একটি বহুতল ভবনে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন সফি ম্যানশনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সফি ম্যানশনের ৫ম তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণে পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ম তলার বারান্দার গ্রিলসহ দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়ে গেছে। সবগুলো দরজা ভেঙে পুরো ঘরের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। নিচ তলা থেকে শুরু করে ৫ম তলার সবগুলো দরজা ভেঙে গেছে। অনান্য জিনিসেরও ক্ষতি হয়েছে। ৬ষ্ঠ তলায় থাকা পানির ট্যাংক ফেটে গেছে। ৫ম তলার একই পরিবারের তিনজন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। 

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা পোস্টকে জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা এবং কুমিল্লা থেকে পিবিআইয়ের টিম আসছে। তারা তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। 

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুদ্বীপ চন্দ্র রায় ঢাকা পোস্টকে জানান, রাতে হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের ৫ম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ অবস্থায় গৃহকর্ত্রী মেহেরুন নেছা, তার মেয়ে হাফসা ও মরিয়মকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী। বর্তমানে ওই ভবনটি পুলিশ পাহারা দিচ্ছে। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ  ঢাকা পোস্টকে জানান, আহত তিনজনের মধ্যে  দুজনের  দগ্ধের পরিমাণ ৫০ ভাগের বেশি থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে ফেনী সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা রাত ১০টা ২০ মিনিটের দিকে ঘটনা জানতে পারি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যান। তবে তারা কীভাবে দগ্ধ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হোসাইন আরমান/আরএআর