নওগাঁয় শত বলের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা প্রশাসন
চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শত বলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগকে ১০১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন দল।
শুক্রবার (০৫ মার্চ) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার।
শত বলের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে জেলা প্রশাসন দল। পরে ব্যাট করে ১০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দল।
বিজ্ঞাপন
শত বলের এ ক্রিকেট টুর্নামেন্ট গত ১৯ ফেব্রুয়ারি শুরু হয়। এ টুর্নামেন্টে নওগাঁর বিভিন্ন সরকারি বিভাগ ও দফতরের আটটি দল অংশ নেয়। দলগুলো হলো নওগাঁ জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা পুলিশ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ, নওগাঁ সরকারি ও বিএমসি কলেজ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং বিভিন্ন বিভাগ ও দফতরের সমন্বিত দল।
আয়োজক সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। ৫ বলের প্রতিটি ওভারে ২০ ওভারে মোট ১০০ বল খেলার নিয়মে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শামীনূর রহমান/আরএআর