রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে মাহাবুর রহমান (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহাবুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা এলাকার আজাদ আলীর ছেলে।

এর আগে সকাল ৭টার দিকে চাচার মারধরে মারাত্মকভাবে আহত হন তিনি। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

নিহত মাহাবুর রহমানের ছোট ভাই মিঠুন আলী বলেন, তাদের বসতবাড়ি-সংলগ্ন পানবরজের পাশে চাচা আবু বাক্কার বাড়ি করেন। তিনিও এখন ওই পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই মারা যান মাহাবুর।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, হামলাকারীরা বাড়ি থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবার এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর