ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের বিবাদে না জড়ানোর আহ্বান
আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়ে মাইকিং করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান। সোমবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজার, চান্দু মার্কেটসহ বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যদের নিয়ে ওসি মো. সাদেকুর রহমান উপস্থিত জনসাধারণকে ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উসকানিমূলক কথাবার্তা না বলার অনুরোধ করেন। এছাড়া মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন তিনি।
বিজ্ঞাপন
পথসভায় ওসি বলেন, ফুটবলকে আমরা সবাই ভালোবাসি। খেলাধুলা একটি বিনোদনের অংশ। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা এই খেলাকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক কথা বলে। এতে যারা ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্ত আছে তারা ঝগড়া-বিবাদে জড়িয়ে যায়। সুযোগ সন্ধানী মানুষ এই সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকে।
এসময় কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আকতার, পুষ্প চাকমা, আউয়াল সুমন, মজিবুর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল, ওয়াসিম, গনেশ্বর চাকমা, সুমন, আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, চার বছর পর পর বিশ্বকাপ আসে। এসময় ছোট ছোট কথা থেকে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। আমরা সবাই সমাজে বাস করি। আমরা সবাই মিলেমিশে থাকলে সমাজ ভালো থাকবে এবং আমরা ভালো থাকব। অযথা ফুটবল নিয়ে কথা-কাটাকাটি থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হতে বলেছি।
তিনি বলেন, ফুটবল হলো কেবলমাত্র বিনোদন। সমাজে কেউ কেউ থাকে সুযোগ সন্ধানী। যারা ঝামেলা লাগিয়ে দিয়ে সরে যাবে। দূর থেকে এসব ঝগড়াঝাঁটি দেখে হাততালি দেবে। এসবে গা না ভাসিয়ে দিতে মাইকিং করেছি।
হাসিব আল আমিন/এসএসএইচ