যৌনকর্মীদের সেলাই মেশিন প্রদান

বিকল্প পথে আয় ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফরিদপুরে ৫০ যৌনকর্মীর হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এ উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) তসলিমা আলী শহরের রথখোলা ও সিএনবি ঘাট যৌনপল্লির ৫০ জন কর্মীর হাতে এ সেলাই মেশিন তুলে দেন। যৌনকর্মীদের বিকল্প আয়ের সাথে সম্পৃক্তকরণে লক্ষ্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে এই সেলাই মেশিন ও সেলাই মেশিনের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। 

ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংগঠন শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের বিকল্প পথে আয়ের সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রথমে সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পর বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে স্বলাই মেশিন প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক শিপ্রা গোস্বামী। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক নুরুল হুদা, সাংবাদিক হাসান উজ্জামান, শাপলা মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামল প্রকাশ অধিকারী, ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সেভ দ্যা চিলড্রেন ফরিদপুরের কর্মকর্তা শারমিন রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা।

১৯৯৭ সাল থেকে শাপলা মহিলা সংস্থা ফরিদপুরে যৌনকর্মীদের নিয়ে কাজ করছে। শহরে রথখোলা ও সিএনবি ঘাট যৌনকর্মীদের নিয়ে স্বাস্থ্যসেবা, যৌনকর্মীদের সন্তানদের লালন-পালনসহ তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে। 

শাপলা মহিলা সংস্থার প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা জানান, ৭২ জন যৌনকর্মী নিয়ে এক বছর আগে এ সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে উত্তীর্ণ ৫০ জনের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) তসলিমা আলী জানান, ফরিদপুরে কিছু সংখ্যক যৌনকর্মীদের সরকারিভাবে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে শতভাগ যৌনকর্মীদের ভাতার আওতায় আনা হবে।

জহির হোসেন/আরকে