কুমিল্লার মুরাদনগরে সালিশে প্রকাশ্যে নারীকে মারধরের ঘটনার মামলায় দেলোয়ার হোসেন নামের সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতের বিচারক ওমর ফারুক এ আদেশ দেন। 

দেলোয়ার হোসেন মুরাদনগর উপজেলার ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ত্রিশ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শাহ আলমের ছেলে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএইচএম আবাদ। 

তিনি বলেন, সালিশে এক ভুক্তভোগী নারীকে মারধর করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনায় মামলা হয়। পুলিশের প্রতিবেদন আসা পর্যন্ত দেলোয়ার হোসেন জামিনে ছিলেন। পুলিশের প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ জুন পূর্ব বিরোধের জেরে সালিশের নামে ওই নারীকে ডেকে আনেন ইউপি সদস্য দেলোয়ার। সে সময় এক ব্যবসায়ীর দোকানে সালিশে বসে ইউপি সদস্য দেলোয়ার তার দলবল নিয়ে ওই নারীকে মারধর করে। একপর্যায়ে আত্মরক্ষায় ওই নারী চলে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে দৌড়ে গিয়ে নির্যাতন করে। এসময় ইউপি চেয়ারম্যান জাকির তার আসনে বসে এসব দৃশ্য দেখেন। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

আরিফ আজগর/এমজেইউ