দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা

কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে কলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছ মিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫) ও ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন। 

আহতরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার অ্যাডভোকেট ওসমান (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), তার বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হকসহ অন্তত ৯ জন।

নিহত মহুনা বেগমের ছেলে আনোয়ার হোসেন বলেন, আমার মায়ের সঙ্গে আমিও ছিলাম। পেছন থেকে ট্রাকের ধাক্কায় আমি সিএনজি থেকে ছিটকে পড়ি। মা চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতাল আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ। এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আব্দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চাপা পড়ে থাকা আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।

মুহিববুল্লাহ মুহিব/আরএআর