বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে হাজার হাজার মোটরসাইকেলের বহর নিয়ে সিলেটের পথে রওনা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলের বহর দক্ষিণ সুনামগঞ্জের দামোদতরিতে পৌঁছালে জুমার নামাজের সময় হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা দামোদতরি মসজিদের সামনে হাওরে মোটরসাইকেল রেখে মসজিদে যায়। কিন্তু মসজিদে এত মানুষের জায়গা না হওয়ায় বিচ্ছিন্নভাবে হাওরের মাঠেই নামাজ আদায় করেন কর্মীরা। তার আগে হাওরের পাশে থাকা বিভিন্ন ডোবার পানি দিয়ে অজু করেন তারা। 

বিএনপিকর্মী নাঈম আহমেদ বলেন, আল্লাহকে ডাকতে হবে, সরকারও হটাতে হবে। আল্লাহ আমাদের আন্দোলনের শক্তি দেবেন সেই প্রার্থনা করেছি। 

জুনায়েদ ইসলাম বলেন, আমরা ৫-৬ হাজার মোটরসাইকেলে করে অন্তত ১০ হাজার মানুষ সিলেট যাচ্ছি। এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে বলে আমরা বিরতি নিয়েছি রাস্তায়। মসজিদে এত জায়গা না হওয়ায় হাওরের মাঠে যে যেভাবে পেরেছে নামাজ আদায় করেছে। 

সাইফুল ইসলাম বলেন, আমরা সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছি। সমাবেশের প্রস্তুতি যেমন আছেন, তেমন ধর্ম পালনের প্রস্তুতিও আছে। আমরা আন্দোলনে সফল হবো ইনশাআল্লাহ। 

সোহানুর রহমান সোহান/এসপি