নিহত ট্রাক চালক মজিবুর রহমান

টাঙ্গাই‌লের মির্জাপু‌রে ডাকা‌তের ভ‌য়ে ট্রাক থেকে লাফ দি‌য়ে চাল‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গভীর রা‌তে উপজেলার পুষ্টকামুরী চরপাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মজিবুর রহমান (৫৫)। তিনি ঢাকার সাভারের বাসিন্দা। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, দিনাজপুর থেকে পাথর বোঝাই এক‌টি ট্রাক সাভারের বারবারিয়া যাচ্ছিল। ট্রাকটি মহাসড়‌কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে ৪-৫ জনের একটি ডাকাত দল ট্রাককে সিগন্যাল দি‌য়ে এগিয়ে আ‌সে। প‌রে চালক ডাকা‌তের ভ‌য়ে ট্রাক থে‌কে লাফ দেয়। স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে চাল‌কের মর‌দেহ মহাসড়‌কের পাশ থে‌কে উদ্ধার করা হয়। 

তি‌নি আ‌রও বলেন, ময়নাতদন্তের জন্য মর‌দেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসপি