মোস্তাফিজুর রহমান মানিক

খুলনায় এলপি গ্যাসবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) ভোরে সিটি বাইপাস সড়কের লবনচরা থানার সুরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মোস্তাফিজুর রহমান মানিক রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিন এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, মানিক মোংলা থেকে পিকআপ ভ্যানে এলপি গ্যাস নিয়ে খুলনায় তার ডিপোতে ফিরছিলেন। লবনচরা থানা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুরুতর আহত চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় চালকের পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি নিহত এবং চালক গুরুতর আহত হন। চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

মোহাম্মদ মিলন/এসপি