বাইতুল মামুর জামে মসজিদে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইতুল মামুর জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৭ মার্চ) সকাল ছয়টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এ মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ডেমরা ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম মাকসুদুর রহমান। আর বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি।

প্রত্যক্ষদর্শী ও ইমাম মাকসুদুর রহমান ঢাকা পোস্টকে জানান, রোববার সকালের দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদে থাকা মুসল্লিরা বাইরে বেরিয়ে যান।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ১৩৫০ বর্গফুটের এ মসজিদটিতে গুরুত্বপূর্ণ সবই পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/এনএ