কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শনিবার (৬ মার্চ) রাতে কয়েদি ইব্রাহিম বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়েছে। ইব্রাহিম যশোর কোতোয়ালি থানার তুলানূরপুর এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।
কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বলেন, রাত ১টা ১৯ মিনিটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ইব্রাহিম বিশ্বাস। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কারাগারের জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানার চোরাচালান মামলায় গ্রেফতার হয়ে ২০১৭ সালের ২৩ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরেই ইব্রাহিম হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা নেন।
বিজ্ঞাপন
শিহাব খান/এমএসআর