আফিল জুট উইভিং মিলসে অগ্নিকাণ্ড

যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নূর হোসেন (৬০) নামে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার বাইশা গ্রামের বাসিন্দা। আজ শনিবার (২৬নভেম্বর) দুপুর ১টা ১৫মিনিটের দিকে আফিল জুট উইভিং মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে বেনাপোল ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবির উজ্জামান বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। প্রায় পাঁচ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

এ্যান্টনি দাস অপু/আরকে