শিক্ষার্থীদের উল্লাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের এসএসসিতে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। এজন্য ফলাফল ভালো হয়েছে। এছাড়াও এবছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোনো ভীতি ছিল না। 

প্রকাশিত ফলাফলে জানা যায়, এ বছর যশোর শিক্ষাবোর্ডে এক লাখ ৬৯ হাজার ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। পাসের হারে প্রথম অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। আর তলানিতে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ শতাংশ। বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক শূন্য ২ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

মোহাম্মদ মিলন/আরকে