ঠাকুরগাঁও পৌর শহরের গোয়াল পাড়ায় অনুমোদন ছাড়াই প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও বাজারজাতকরণসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে আসছিল সীড ওয়ার্ল্ড লিমিটেড নামে এক বীজ উৎপাদন কোম্পানি। 
 
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সেই অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, সরকারি কোনো অনুমোদন না নিয়ে বীজ প্রক্রিয়াজাত, প্যাকেটজাতকরণ ও বাজারজাত করছিল সীল্ড ওয়ার্ল্ড নামে একটি বীজ কোম্পানি। এক বছরের অধিক সময় ধরে স্থানীয়ভাবে বীজ ক্রয় করে আবার সেটি নতুক মোড়ক দিয়ে বাজারজাত করে আসছিল তারা। যেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনের লঙ্ঘন। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের-২০০৯ আইনের এর আওতায় ৪৫ ধারায় তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী ঢাকা পোস্টকে বলেন, ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতা আমরা আজকে একটি বীজ কোম্পানিতে গিয়েছি। তারা সরকারি কোনো অনুমোদন না নিয়ে বীজ প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছিলেন। যেটি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। আমরা তাদেরকে সতর্ক করেছি। সেই সঙ্গে তাদেরকে জরিমানা করা হয়েছে ও অনুমোদন না হওয়া অব্দি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এম এ সামাদ/এমএএস