রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম দেখা গেছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।

এদিকে সকাল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো ছেড়ে যেতে দেখা যায়নি। সকালে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করতে দেখা গেলেও দুপুরের পর থেকে তা তেমন চোখে পড়েনি।

সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ চলাচল করছে। তবে যাত্রী সংখ্যা কম দেখা গেছে। এছাড়াও ঘাট এলাকায় তেমন যানবাহনের চাপ নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো.খোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এ নৌ-রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকলেও ঘাটে যানবাহন নেই। যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো ঘাটে অলস সময় পার করছে।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসন ঢাকা পোস্টকে বলেন, অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরণের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের থেকে আজ যাত্রী কম।

মীর সামসুজ্জামান/এসকেডি