ময়মনসিংহে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকা থেকে গুলিভর্তি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

আটকরা হলো—  শাকিব (২০), হাবিবুর রহমান (২৬) ও সুজন মিয়া (৩৮)।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৪ সদর দফতরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

তিনি বলেন, ভোর ৪টার দিকে নগরীর কেওয়াটিখালি ওয়াপদা মােড় এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানির (সিপিএসসি) একটি দল।

অভিযানে ওই তিন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তিসহ একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ এর সিও আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসআর