আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি নিজের ভাইয়ের ইচ্ছামতো দেওয়ার জন্য লন্ডন থেকে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি চাপ দেন বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা।

মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়া নেতারা।

সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, আব্দুর রহমান সানি তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার কর্তৃত্ব বজায় রাখতে লন্ডন থেকে কেন্দ্রীয় বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দকে চাপ দেন। কবির ঢাকার উত্তরায় বসে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটির তালিকা করে স্বাক্ষরের জন্য জেলা বিএনপির কাছে পাঠায়।

তিনি বলেন, কবির ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচন করার স্বপ্ন দেখেন। সেজন্য দলে তার কর্তৃত্ব দেখাতে ভাইয়ের দাপটে নিজের পছন্দের লোকজনকে দিয়ে কমিটি করছেন। দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে আছেন; এমন নেতাকর্মীদের বাদ দিয়ে কবিরের কথামতো জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দিয়েছেন।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিএনপি এখন ফেসবুক পার্টি হয়ে গেছে। সাংগঠনিক প্রক্রিয়া না মেনে যখন ইচ্ছা হয়, কমিটি করে ফেসবুকে দেওয়া হয়। এছাড়া যাকে তাকে যখন খুশি দল থেকে বহিষ্কার করে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। কবির এবং সানির কবল থেকে বিএনপিকে বাঁচাতে হবে।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ আমানুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বাহার মিয়া।

আজিজুল সঞ্চয়/এএম