থানার সামনে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল চালকের
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আমিনুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দিনাজপুর সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলু বোঝাই ট্রাকের চালক আমিনুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপন আকন্দ/এসপি
বিজ্ঞাপন