বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে/ছবি: ঢাকা পোস্ট

বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। বুধবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শহরের টেম্পল সড়কের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সোহান, অর্থবিষয়ক সম্পাদক এনামুল ও ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সোহেল।

শহর স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম বলেছেন, নিয়মবহির্ভূতভাবে পৌর আওয়ামী লীগের দুটি কমিটি গঠন করা হয়েছে। এজন্যই এসব ঘটনা ঘটে।

তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন বলেছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিয়ম মেনে পৌর শাখাকে দুই ভাগে বিভক্ত করে কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার অনুষ্ঠানের বিষয়ে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ কর্মীদের নিয়ে সভা করছিলেন। সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। সভা চলাকালীন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হন শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম।

সভায় নাসিম বলেন শহর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার বিষয়ে আমাদের জানানো হয়নি। এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের তিন নেতা আহত হন। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে সভা করছিলাম। এ সময় সংগঠনের জেলা সভাপতি উপস্থিত ছিলেন। তখন দক্ষিণের সভাপতি অতর্কিতভাবে সভায় লোকজন নিয়ে প্রবেশ করে তর্কে জড়ান। এ সুযোগে দক্ষিণের নেতাকর্মীরা উত্তর শাখার ব্যানার ছিঁড়ে নেতাকর্মীদের মারধর করেন।

বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মারামারি/ছবি: ঢাকা পোস্ট

শহর স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম বলেন, বুধবার দুপুর ১টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। কিন্তু আমাদের কিছু না জানিয়ে সংগঠনের জেলা সভাপতি সাজেদুর রহমান শাহীন সভা শুরু করেন। এ নিয়ে বাগবিতণ্ডার শুরু। এ সময় মারামারির ঘটনা ঘটে। নিয়মবহির্ভূতভাবে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণ কমিটি গঠন করা হয়েছে। এজন্যই এসব ঘটনা ঘটে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন বলেন, বগুড়া শহর অনেক বড়। শহর স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি করা হয়েছে। যা কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে ও নির্দেশ মোতাবেক করা হয়েছে। এটি নিময়বহির্ভূতভাবে করা হয়নি। 

সভায় মারপিটের বিষয়ে তিনি বলেন, শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভা চলছিল; কীভাবে শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতির অনুষ্ঠান আরও সুন্দর করা যায়। তখন শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম লোকজন নিয়ে সভায় প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হলে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের তিনজন নেতা আহত হন। এ ঘটনায় জড়িতদের বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।

সাখাওয়াত হোসেন জনি/এএম