শিক্ষক শফিকুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে কওমি মাদ্রাসার ছাত্রকে শারীরিক নির্যাতনের দায়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।    

জানা গেছে, নান্দাইল সদরের বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কোরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থীকে (১১) পড়া না পারায় বাঁশের কঞ্চি দিয়ে শারীরিক নির্যাতন করেন মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম।

শিক্ষার্থীর বাবার অভিযোগ, বুধবার সকালে পড়া ভুল হওয়ার কারণে আমার ছেলেকে মারপিট করেন শিক্ষক। মাদ্রাসায় গিয়ে ছেলের মাথা থেকে পা পর্যন্ত লাল ও ফোলা দাগ দেখতে পেয়ে ইউএনওকে জানাই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দীন বলেন, শিশুটিকে শারীরিকভাবে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়ার পর শিক্ষককে বেতসহ আটক করেছি। তার অপরাধ প্রমাণিত হওয়ায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উবায়দুল হক/এএম