শেখ হাসিনা সরকার আছে বলে আমরা উন্নয়ন দেখতে পেয়েছি : শাজাহান খান
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, গ্রাম অথবা শহর সব স্থানে মানুষেরা অনেক ভালো রয়েছে। কেউ এখন আর না খেয়ে থাকে না, সবার ঘরে চাল আছে। মানুষজন এখন কৃষি কাজের মন দিয়েছে। এমনকি কারো বস্ত্রের অভাব নেই। আগে পুরাতন কাপড় কেনার ভিড় লেগে থাকত, সেই পরিবেশ এখন আর নেই। সবাই নতুন কাপড় চায়, নতুন কাপড় পরে।
শুক্রবার বিকেল ৫টার দিকে মাদারীপুর নতুন শহর এলাকায় মাদারীপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নিম্নআয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শাজাহান খান বলেন, গ্রাম এখন আর গ্রাম নেই, শেখ হাসিনা সরকারের আমলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মার্কেট এগুলোই এর অনন্য উদাহরণ। প্রতিটি রাস্তা-ঘাট, গ্রামাঞ্চল। শেখ হাসিনা সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে সবখানে সমানভাবে উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার আছে বলে আমরা উন্নয়নের ছোঁয়া পেয়েছি। তাই উন্নয়নের অগ্রগতি চাইলে শেখ হাসিনার সরকারকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে মাদারীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, মাই টিভির জেলা প্রতিনিধি মাসুদুর সরদার প্রমুখ।
বিজ্ঞাপন
রাকিব হাসান/ওএফ