যশোরে রিমান্ডে দুই হুন্ডি ব্যবসায়ী
ফাইল ছবি
যশোর শার্শার উলাশী থেকে ৫ লাখ ইউএস ডলারসহ আটক দুই হুন্ডি ব্যবসায়ীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। (২৩ ডিসেম্বর) বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক শম্পা বসু রিমান্ড শুনানির শেষে এই আদেশ দিয়েছেন।
আসামিরা হলো- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।
বিজ্ঞাপন
জানা যায়, ১৯ ডিসেম্বর বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এরপর বিজিবির একটি টিম উলাশী রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে।
এরপর প্রাইভেটকার তল্লাশি করে দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লাখ ইউএস ডলার ছিল। বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৪০ লাখ ৫৩০০ টাকা। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
৪৯ বিজিবির নায়েক সুবেদার নজরুল ইসলাম চোরাচালান দমন আইনে আটক দুইজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনকে আদালতে সোপর্দ করে ১০দিন করে রিমান্ড আবেদন করেন। বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এমএসআর