কবর দেওয়ার ২৭ বছর পরও অক্ষত লাশ!
শিবগঞ্জে কবর দেওয়ার ২৭ বছর পর একজনের অক্ষত লাশ পাওয়া গেছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবর দেওয়ার ২৭ বছর পর একজনের অক্ষত লাশ পাওয়া গেছে। মাদ্রাসার ঘর নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় ওই লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা এলাকা থেকে লাশটি উদ্ধার করেন শ্রমিকরা।
বিজ্ঞাপন
লাশ পাওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে লাশ দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন এলাকাবাসী। লাশটি একই গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডলের।
স্থানীয় যুবক সবুর, জিয়ারুল ইসলামসহ কয়েকজন ঢাকা পোস্টকে জানান, সকালে মর্দানা গ্রামে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির সময় ওই লাশ পাওয়া যায়। লাশের কিছুই হয়নি।
বিজ্ঞাপন
স্বজনেরা জানান, ২৭ বছর আগে মারা যান করিম মণ্ডল। তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। মঙ্গলবার কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয়। বৃহস্পতিবার সকালে খোঁড়াখুঁড়ির সময় করিম মণ্ডলের অক্ষত লাশ পাওয়া যায়।
করিম মণ্ডলের ছেলে সেন্টু মণ্ডল (৪০) লাশটি বাবার বলে শনাক্ত করে বলেন, ২৭ বছর আগে আমার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে লাশে কোনো পরিবর্তন হয়নি, পচেনি। এমনকি কাফনের কাপড়েরও পরিবর্তন ঘটেনি।
তিনি আরও বলেন, বাবা ইসলামি বিধি-বিধান মেনে চলতেন। ধার্মিক মানুষ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার লাশ অন্য স্থানে দাফন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, লাশ নয়, কাফনের কাপড় পাওয়ার বিষয়টি শুনেছি আমি।
মো. জাহাঙ্গীর আলম/এএম