দিনাজপুর হাকিমপুর উপজেলায় ৪০ বিঘা জমির বোরো ধানের বীজতলা ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালদাড় গ্রামের কৃষক ওসমান আলী নামের কৃষকের জমিতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান আলী বলেন, এবার বোরো মৌসুমের ধান চাষের জন্য ৪০ বিঘা জমির বীজতলা তৈরি করেছিলাম। গত শুক্রবার সকালে বীজতলা গিয়ে দেখি সব বীজ মরে যাচ্ছে। শনিবার দেখি পুরো বীজতলা নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কাহারা ক্ষতিকারক কীটনাশক ছিটিয়ে দিয়েছে। আমার মনে হয় পূর্ব শত্রুতার জেরে আমার এই সর্বনাশ করেছে। আমি শেষ হয়ে গেছি। আমি এখন কীভাবে জমিতে ধান লাগাবো, আমি যে নিঃস্ব হয়ে গেলাম।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, সকালে বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে বীজতলা পরিদর্শন করেছি। বীজতলায় আগাছা দমনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তাই বীজতলা নষ্ট হয়ে গেছে। এটা একটা ঘৃণার কাজ।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, বোয়ালদাড় গ্রামে বীজতলার বীজ নষ্টের বিষয়ে এক কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান আলী সোহাগ/এমএএস