২৪ মামলার আসামি রুপা কারাগারে
নীলফামারীর ডোমারে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সহিদা বেগম রুপাকে (৩৯) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌরসভার কাজিপাড়া এলাকার তার নিজ বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি এ রায় দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রুপা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিক মামলার আসামি তিনি। বর্তমানে জামিনে ছিলেন। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে ডোমার থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তার বাড়ি থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ঢাকা পোস্টকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঢাকা পোস্টকে বলেন, রুপা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে এখনো ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শরিফুল ইসলাম/এমজেইউ