সেন্টমার্টিন রক্ষায় পর্যটক নিয়ন্ত্রণ করা হবে: পরিবেশমন্ত্রী
সেন্টমার্টিনে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় অতিদ্রুত পর্যটক নিয়ন্ত্রণ করা হবে। আর প্রতিদিন দ্বীপে কতজন পর্যটক ভ্রমণে আসবেন, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপে জীববৈচিত্র্যসহ পরিবেশগত অবস্থার উন্নতি করতে সরকার প্রকল্প হাতে নিচ্ছে। সেটি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ঘুরে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দ্বীপের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে স্থানীয় প্রশাসনসহ প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বিজ্ঞাপন
শাহাব উদ্দিন বলেন, দ্বীপের ভাঙন রোধে বেড়িবাঁধ দেওয়া যাবে কি-না সেটি বিশেষজ্ঞ ছাড়া বলা যাচ্ছে না। তাই বিশেষজ্ঞের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং টেকসই পর্যটন উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেবে। পাশাপাশি দ্বীপ রক্ষার দায়িত্ব সবার। তাই দ্বীপের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডা. এ কে এম রফিক আহমদ, পরিচালক পরিকল্পনা ও সেন্টমার্টিন প্রকল্পের পরিচালক মো. সোলাইমান হায়দার, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার সাদ মোহাম্মদ তাইম, সেন্টমার্টিন বিজিবির অধিনায়ক মেজর আসাদ, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরএআর