বিএনপি জনকল্যাণমূলক দল হলে সব নির্বাচনে অংশ নেবে
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি জনকল্যাণমূলক রাজনৈতিক দল হলে ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা তাদের নিজস্ব ব্যাপার।
শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ফোর লেন সড়কের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন একজন যোগ্য মানুষ। মানুষের কল্যাণকর জীবনযাপনের জন্য যা যা করার দরকার তিনি করছেন। তার নেতৃত্বে পরিবর্তন অব্যাহত রয়েছে। তার নেওয়া উদ্যোগ রাজশাহীকে দেশের একটি অনন্য নগরীতে পরিণত করবে।
তিনি বলেন, রাজশাহী নগরীর সবার নিকট নিরাপদ পানি পৌঁছে দিতে এরইমধ্যে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই। এতে নিরাপদ পানি পাবে রাজশাহী নগরী ও এর আশেপাশের মানুষ।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, মহাপরিকল্পনা তৈরির জন্য আমরা ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করছি। যাতে দীর্ঘ মেয়াদে মানুষের চাহিদা পূরণ করা যায়। তাছাড়া রাসিক মেয়র অত্যন্ত পরিকল্পতিভাবে নগরীকে গড়ে তোলার চেষ্টা করছেন। রাজশাহীর পদ্মায় জেগে ওঠা চর নিয়ে প্রকল্প হাতে নিয়েছেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজশাহীতে পৌঁছান এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। দুপুর ১২টার দিকে তিনি সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দফতর ও সংস্থার সঙ্গে মতবিনিময় করেন।
এরআগে দুপুর সাড়ে ১২টায় নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর-রাজশাহী-নাটোর পর্যন্ত নির্মাণ প্রকল্পের আওতায় ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার চার লেন সংযোগ সড়কের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, প্রকল্পের আওতায় ফোর লেন সড়কের দুই পাশে ফুটপাত, একটি ব্রিজ, ৮টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা ব্যয়ে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়। রাজশাহীতে নির্মিত প্রথম ফ্লাইওভার এটি।
সড়ক উদ্বোধনের পর মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাসিকের আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া পদ্মাপাড়ে দৃষ্টিনন্দন ব্রিজ ও শাহ মখদুম মাজার পরিদর্শন করেন তিনি। এরপর হজরত শাহ মখদুমের মাজার জিয়ারত করেন এলজিআরডি মন্ত্রী।
এ সময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর