কর্মশালায় বক্তব্য দেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন

দেশের সব সমুদ্রবন্দরের সঙ্গে রেলপথ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহীতে ‘আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, যেকোনো দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি

তিনি আরও বলেন, যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গেছে সেখানে রেলকে কেন্দ্র করেই সব কিছু পরিচালিত হচ্ছে। বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা প্রয়োজন সব কিছুই আমরা করব। ইতোমধ্যে স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে। এ বছরের মধ্যে ৫০টি স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেশন এবং অপারেশন কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর