সিএনজিচালককে ধরে এনে কাউন্সিলরের কার্যালয়ে ছুরিকাঘাত
সিএনজিচালককে ধরে এনে কাউন্সিলরের কার্যালয়ে মারধরের পর ছুরিকাঘাত
কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় রিপন নামের এক সিএনজিচালককে ধরে এনে কাউন্সিলরের কার্যালয়ে মারধরের পর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় কাউন্সিলর বাবুসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। সিএনজিচালক রিপনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
রিপন বলেন, চৌড়হাস মোড়ের অটোরিকশাস্ট্যান্ড থেকে এক হাজার টাকা করে চাঁদা নেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু। শুক্রবার বিকেলে আমার কাছে চাঁদা দাবি করেন তিনি। চাঁদা না দেওয়ায় রাতে আমাকে ধরে নিয়ে চৌড়হাসের অফিসে মারধর করে ছেড়ে দেন। শনিবার দুপুরে কাউন্সিলর বাবুর নেতৃত্বে জাকির হোসেন, মিল্টন ও রবিনসহ ১০-১২ জন আমাকে ফের মারধর ও ছুরিকাঘাত করেন। আমার বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু বলেন, এসব ঘটনা মিথ্যা- বলেই ফোন কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও ধরেননি।
তবে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফ উল হক মুরাদ বলেন, অটোরিকশাস্ট্যান্ডটি আমার এলাকার মধ্যে হলেও কাউন্সিলর বাবু চাঁদা আদায় করেন। চাঁদা না দেওয়ায় দুজনকে মারধর করেছে তার ছেলেরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজু আহমেদ/এএম