হবিগঞ্জের লাখাইয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের ৪ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আটক হয়েছেন লাখাই উপজেলার সাবেক উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ তিন জন। 

অপর দুইজন হচ্ছেন সাবেক অফিস সহকারী হাবিবুর রহমান ও অফিস সহায়ক মো. গোলাম কিবরিয়া। 

রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসানুল ইসলামের আদালতে তারা জামিন আবেদন করলে বিচারক আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আইনজীবী হাবিবুর রহমান। 

তিনি জানান, রোববার তারা আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন জানান, এ মামলায় সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। রোববার আরও ৩ জন আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠান। 

আজহারুল মুরাদ/এনএফ