জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

জমিসংক্রান্ত বিরোধে বাবাকে মারধর করে হত্যার দায়ে ছেলে সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ মার্চ) জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।

সরকারপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর গ্রামের ঈমান আলীর (৮০) সঙ্গে জমির অংশ নিয়ে ছেলে সবুজ মিয়ার (৪১) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঈমান আলী বাড়ির অদূরে জমি দেখতে যান। এরপর ছেলে সবুজ মিয়া সেখানে গিয়ে তাকে জমি লিখে দিতে চাপ প্রয়োগ করেন। বাবা জমি লিখে দিতে আপত্তি করলে তাকে সেখানেই কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন সবুজ। এ সময় তার চিৎকারে বড় ছেলে বাদল মিয়া স্থানীয়দের সহযোগিতা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বড় ছেলে বাদল মিয়া (৪৫) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি সবুজ মিয়ার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএসআর