খুলনায় অস্ত্র মামলায় পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টি (এমএল) নেতার ১৭ বছ‌রের সশ্রম কারাদণ্ড দিয়ে‌ছেন আদালত। রোবাবর (১৪ মার্চ ) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদাল‌তের বিচারক মো. আশরাফ উ‌দ্দিন এ রায় ঘোষণা ক‌রেন। এ সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

সাজাপ্রাপ্ত আসা‌মি হ‌লেন ডুমু‌রিয়া উপ‌জেলার ঢ‌হেড়া গ্রা‌মের আনসার জোয়ার্দারের ছে‌লে র‌ফিক জোয়ার্দার (৪৮)। রাষ্ট্রপ‌ক্ষে মামল‌টি প‌রিচালনা ক‌রেন এ‌পি‌পি হেমন্ত কুমার সরকার।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৭ স‌লের ১৬ অ‌ক্টোবর রাতে ডুমু‌রিয়া উপ‌জেলার মাধবকা‌টি গ্রা‌মের প্রাইমা‌রি স্কু‌লের সাম‌নে থে‌কে র‌ফিক জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির আঞ্চ‌লিক নেতা। তার না‌মে ডুমু‌রিয়া থানায় ২১ ও য‌শোর থানায় ২টি মামলা আছে।

মাধবকা‌টি গ্রা‌মে র‌ফিক জোয়ার্দার অপর সহযোগী‌দের নি‌য়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আ‌লোচনায় ব‌সে‌ছিল— এ সংবাদ পে‌য়ে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে।

ওই ঘটনায় ডুমু‌রিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিব‌রিয়া বাদী হ‌য়ে থানায় মামলা দা‌য়ের ক‌রেন। একই বছ‌রের ২৭ ন‌ভেম্বর র‌ফিক‌কে অ‌ভিযুক্ত ক‌রে মামলার তদন্ত কর্মকর্তা ত‌ফিকুল ইসলাম আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা‌টির বিচারাধীন সম‌য়ে আদালত ১৩ জ‌নের সাক্ষ্যগ্রহণ ক‌রে‌ছেন।

মোহাম্মদ মিলন/এমএসআর