মেঘনার বালু দিয়েই মেঘনা ভরাটের অভিযোগ
মেঘনার বালু দিয়েই মেঘনা ভরাটের অভিযোগে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদী ও তীর মেঘনার বালু দিয়ে ভরাটের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
রোববার (১৪ মার্চ) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ছফিউল্লাহ।
বিজ্ঞাপন
নতুন পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ মেঘনা নদীর বালু দিয়েই নদী ও নদীর তীর ভরাট করছে বলে অভিযোগ উঠেছে।
আশুগঞ্জ বন্দর এলাকার সচেতন নাগরিকের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ছফিউল্লাহ বলেন, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ মেঘনা নদীর তীর অবৈধভাবে দখল করে বালু ভরাট করছে। তারা কৌশলে বিদ্যুৎকেন্দ্রের রেস্টহাউসের পেছনে নিজেদের সীমানাপ্রাচীরের বাইরে মেঘনার নদীর পাড়ে প্রায় তিন হাজার ফুট দৈর্ঘ্য ও প্রায় ৩০০ ফুট প্রস্থের এলাকাজুড়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করেছে। মেঘনা নদী থেকেই বালু উত্তোলন করে নতুন প্রাচীরের ভেতরে পাড় ভরাট করে জায়গা দখল করছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তিনি বলেন, অপরিকল্পিত ড্রেজিং ও ভরাটের ফলে মেঘনা নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌ-বন্দর এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। পাশাপাশি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার নদীপাড়ের ফসলি জমি, নদীর মাঝে জেগে ওঠা চরসোনারমপুর, সেখানে থাকা কয়েক জেলার বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ও আশুগঞ্জ বন্দর ব্যাপকভাবে ভাঙনের হুমকির মুখে পড়তে পারে।
ছফিউল্লাহ আরও বলেন, পরিবেশ বিনষ্ট ও নদীভাঙন ঠেকাতে ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় নদীরক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ ও নদীবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নদীরক্ষা কমিশনের প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বালু ভরাটকাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে ভরাটকাজ চলছে।
তবে বালু ভরাটের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস।
সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাছির মিয়া, সাইদুল রহমান, মো. হেবজুল বারী ও মোশারফ মুন্সি উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এএম