উদ্যোক্তাদের উদ্যোগ যেন না হারায়
বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, উদ্যোক্তাদের উদ্যোগ যেন না হারায়। উদ্যোগ না হারালে সফলতা আসবেই। এজন্য ধৈর্য ধরে মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কঠিন কাজকে ভয় পেলে চলবে না। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে চলতে হবে।
রোববার (১৪ মার্চ) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় স্টার্টআপ ইনকিউবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা ও উদ্ভাবকদের উদ্দেশ্যে প্রথমবারের মতো ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে চার দিনব্যাপী এ স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামের আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প’।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার পেছনে দেশীয় উদ্যোক্তারা অন্যতম অবদান রেখে যাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিইএ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।
আয়োজকরা জানান, স্টার্টআপ কমিউনিটি গঠন ও প্রসারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায়ে ইনকিউবেশন প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। এরই আলোকে ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী ময়মনসিংহে বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে বিভাগের ৩০টি স্টার্টআপের ৬০ জন তরুণ অংশ নেন।
উবায়দুল হক/এমএসআর