আইনমন্ত্রীর আশ্বাসে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত
ফরিদপুরে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে
আইনমন্ত্রীর আশ্বাসে ফরিদপুরে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার পর দুপুরে আইনমন্ত্রীর আশ্বাসে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার থেকে পাঁচদিনের আদালত বর্জন শুরু করে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি। ফরিদপুর জেলা সদরে অবস্থিত ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা উপজেলার দেওয়ানি ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থানান্তরে এ কর্মসূচি দেন আইনজীবীরা।
বিজ্ঞাপন
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীর এক ডিও লেটারে এ উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান। ৯ মার্চ বিষয়টি জানাজানি হলে আইনজীবীদের সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আদালত বর্জনের দ্বিতীয় দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আদালতপাড়া হিসেবে খ্যাত স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট সৈয়দ মোদারেরছ আলী ইছা, জসীমউদ্দিন মৃধা, হাবিবুর রহমান ও নারায়ন চন্দ্র সাহা প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশে উপস্থিত হয়ে প্রবীণ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তিনি (আইনমন্ত্রী) কথা দিয়েছেন; ফরিদপুর জেলা সদর থেকে দেওয়ানি বা ফৌজদারি কোনো আদালত ভাঙ্গায় নেওয়া হচ্ছে না। তাই আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু ওমর মো. খালেদ বলেন, আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। ৩০ মার্চের মধ্যে এ জাতীয় লিখিত নির্দেশনা না এলে পুনরায় আন্দোলতের কর্মসূচি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বি কে সিকদার সজল/এএম