সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
আহত রাশিদা বেগম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার আব্দুল আজিজ, তার স্ত্রী রাশিদা বেগম ও মেয়ে মোসলেমা আক্তার।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর বিলপাড় গ্রামের চলাচলের একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা আলী আহমদের সঙ্গে একই এলাকার মো. আব্দুল আউয়ালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার আব্দুল আউয়াল লোকজন নিয়ে ওই জমিতে গাছ রোপণের জন্য মাটি খুঁড়তে যান। এ সময় আলী আহমদের পক্ষের লোকজন আওয়ালকে বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল আউয়ালের লোকজনের ওপর আলী আহমদের ছেলে আতাবুর, আবু সিদ্দিক সোলমান, আলী হোসেন, মোহাম্মদ, মাসুদ, মাসুম ও হাওয়া বেগম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় আব্দুল আউয়ালের পক্ষের তিনজনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের মধ্যে রাশিদা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আব্দুল আজিজের বড় ভাই আবদুল হাই বাদী হয়ে সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ ফরিদ/আরএআর