রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধ

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ৮টার দিকে টেঁটাযুদ্ধের ঘোষণা দেয় দুই পক্ষ। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন তুলাতুলি গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে মোহন মিয়া (৩০), মৃত নীল মিয়ার ছেলে মিলন মিয়া (৪০) ও সুরুজ মিয়ার ছেলে ওসমান মিয়া (৩০)।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুলাতুলি গ্রামের মুন্সিবাড়ি ও নিয়াজবাড়ি নামের দুই বংশের দীর্ঘদিন বিরোধ চলছে। এর আগেও টেঁটাযুদ্ধ ও সংঘর্ষে জড়িয়েছে তারা। 

রোববার রাতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে পাগলাবাড়ির এক যুবককে মারধর করেন মুন্সিবাড়ির কয়েক যুবক। এর জেরে রাতে ওই এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। 

সকালে টেঁটাযুদ্ধের ঘোষণা দেওয়া হয়। দুপুর ১২টার দিকে টেঁটাযুদ্ধে অংশ নেন দুই বংশের শতাধিক লোকজন। দুই ঘণ্টার যুদ্ধে দুজন টেঁটাবিদ্ধ ও একজন ককটেল বিস্ফোরণে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা তিনজনই মুন্সিবাড়ি পক্ষের।

টেঁটাযুদ্ধের বিষয়ে নিয়াজবাড়ি ও মুন্সিবাড়ির কেউ কথা বলতে রাজি না হয়নি। গ্রেফতারের ভয়ে কেউ কেউ পালিয়ে গেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবু অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বংশের পাঁচজনকে আটক করা হয়েছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার রাতেও সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাকিবুল ইসলাম/এএম