নৌপথে প্রাণের খাদ্যপণ্য যাচ্ছে ভারতে
নরসিংদীর পলাশের প্রাণ-আরএফএল ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্যের প্রথম রফতানির শুভ উদ্বোধন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌ-প্রটৌকল চুক্তির আওতায় প্রাণের খাদ্যপণ্য ভারতে রফতানি করা হচ্ছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর পলাশের প্রাণ-আরএফএল ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্যের প্রথম রফতানির শুভ উদ্বোধন হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর প্রমুখ।
বিজ্ঞাপন
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অর্থনীতিকে বিপাকে ফেলা হয়েছিল। তারপর অনেক ষড়যন্ত্র, অনেক ত্যাগের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজ হাতে হাল ধরলেন। আজকে আমরা নৌপথে নতুনভাবে খাদ্যপণ্য রফতানি করতে পারছি। এক সময় আমরা খেতে পেতাম না, আজ আমরা খাবার বিক্রি করি। বাংলাদেশের প্রাণ গ্রুপ ১৪৫টি দেশে তাদের পণ্য পৌঁছে দিয়েছে।
প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা ভারতের প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই এবং সেটা নৌপথে। নৌপথ যাতায়াত খরচ অনেক কমিয়ে দেয়। ১৪৫টিরও বেশি দেশে আমাদের পণ্য পৌঁছে গেছে। আমরা পৃথিবীর পেছনে দৌঁড়াব না, পৃথিবী বাংলাদেশের দিকে ঝুঁকবে।
বিজ্ঞাপন
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান বলেন, প্রাণ গ্রুপ নরসিংদীতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এর মাধ্যমে আমাদের এলাকার বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক-নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রাইভেট সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমাদের গর্ব করার মতো অনেক কিছুই ছিল এবং আছে। আজ বাংলাদেশ থেকে ভারতে নৌপথে প্রথমবারের মতো খাদ্য পণ্য যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ বলেন, মার্চ মাস মানেই চেতনার মাস। মার্চ মানেই স্বাধীনতার মাস। এই মাসেই বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। আবার এই মাসেই ভারতের সঙ্গে নতুন এক পথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে ছিল, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, প্রাণ-আরএফএল এর সহযোগিতায় এই প্রথম বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্য রফতানি শুরু হয়েছে। প্রাথমিক চালান হিসেবে এমভি আলিফ লামিম-৩ নামে একটি জাহাজ দুপুরে পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই জাহাজের মাধ্যমে ১২০০ মেট্রিক টন পণ্য পরিবহন করা যাবে। সড়কপথে এ পণ্য পরিবহন করতে ৭০টিরও বেশি ট্রাকের প্রয়োজন হবে। এতে পণ্য পরিবহনে খরচ কমে আসবে।
রাকিবুল ইসলাম/এসপি