রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের তানোর-মুণ্ডুমালা সড়কের আড়াদিঘি লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এস২ এজিজি সেসেনা ১৫২ মডেলের বিমানটি বিকট শব্দে একটি আলুখেতে আছড়ে পড়ে। এতে আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট ও সঙ্গে থাকা প্রশিক্ষণার্থী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে তানোর ফায়ার সার্ভিস ও পুলিশ।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে তানোর ফায়ার সার্ভিস

এদিকে বিমান দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে ভিড় করেছেন এলাকার উৎসুক হাজারো জনতা। তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।

তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের জানাই। তাদের সঙ্গে ঘটনাস্থলে আছি। বিমানটি একটি আলুখেতে ভূপাতিত হয়েছে। এতে পাইলট ও আরোহী সামান্য আঘাত পেয়েছেন। পাইলটের দক্ষতায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। বিমানটিরও তেমন ক্ষতি হয়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

ফেরদৌস সিদ্দিকী/এসপি/আরএআর/এমএমজে