বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা বাংড়া বাজারে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

এসময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে স্থানীয় এইচএন আইডিয়াল স্কুলের শিক্ষার্থী, বাজার কমিটি ও এলাকাবাসী অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংড়া বণিক সমিতির সভাপতি হাশেম মিয়া, স্থানীয় ইউপি সদস্য ফরিদ মিয়া, বাজার কমিটির সাধারণ সম্পাদক লিটু মোল্লাহ, সহ-সভাপতি লিটন মিয়া, এইচএন আইডিয়াল স্কুলের শিক্ষক ইসমাইল হোসেন, স্কুল কমিটির সভাপতি কামরুল হাসান, এইচএন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা জানান, বাসাইল-টাঙ্গাইল সড়কটি ব্যস্ততম সড়ক। টাঙ্গাইল সদর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সখীপুর ও করটিয়া সাদত বাজারে যাওয়ার একমাত্র সড়ক এটি। বাংড়া মোড়ে বুধবার (১ মার্চ) দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। এখানে ইতোমধ্যে অনেক লোকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া অনেকে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। প্রতিদিন শিক্ষার্থী ও পথচারীসহ স্থানীয়দের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। এখানে সড়ক দুর্ঘটনা থামছে না। মোড়টির আশপাশে দুইটি বিদ্যালয়, বাংড়া বাজার, মসজিদ, কবরস্থান, ঈদগা মাঠসহ অসংখ্য স্থাপনা রয়েছে। তাই তারা দ্রুত বাংড়া মোড়টিতে দুইটি গতিরোধক নির্মাণের দাবি জানান। আগামী ৭ দিনের মধ্যে গতিরোধক নির্মাণ না করলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। 

বাংড়া বণিক সমিতির সভাপতি হাশেম মিয়া বলেন, বাংড়া মোড়টি অনেক গুরুত্বপূর্ণ। জেলা সদর ও ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইতোমধ্যে মোড়টিতে সড়ক দুর্ঘটনায় অসংখ্য লোক মারা গেছে। এছাড়াও আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। আমরা দীর্ঘদিন ধরে মোড়টিতে গতিরোধক নির্মাণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছেন না।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ মিয়া বলেন, এখানে সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা গেছে। মোড়টিতে গতিরোধক নির্মাণ করা জরুরি। এই দাবিতে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেছে এলাকাবাসী। 

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে