আরএসএস ব্রিকস ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে অভিযান চালিয়ে আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের কাটাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন কোনো প্রকার লাইসেন্স ছাড়া কাটাখালী এলাকায় আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটা পরিচালনা করে আসছিল।

জ্বালানি কাজে ব্যবহৃত কাঠ ইটভাটায় পোড়ানো হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানকালে ইটভাটার মালিক এটিএম সিরাজ উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এএম