সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল।

তিনি বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। পরিবহন শ্রমিকেরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে সিলেটে সকল ধরনের পরিবহন চলবে। প্রশাসন আমাদের দাবি মানেনি। আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা বড়দিনের পর লাগাতার কর্মসূচি পালন করব।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার সকল ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে গত তিনদিন সিলেট থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এএম