সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন

সিলেটে বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

এরপর একে একে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে সিলেট জেলা পরিষদে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ বিকেল ৪টায় শুরু হয়। এছাড়া আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুজিববর্ষকে কেন্দ্র করে সিলেট নগরকে অন্যরকম সাজে সাজানো হয়েছে। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সাঁটানো হয়েছে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দফতর সিলেট। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা কর্মসূচি শুরু করেন।

দিবসটি উপলক্ষে সুসজ্জিত করা হয় দুটি সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সব স্থাপনা। মসজিদে আয়োজন করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া জাতির পিতার স্মৃতি স্মরণে আলোচনা অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাসার, জালালাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারিসহ ইউনিট সমূহের কর্মকর্তা।

তুহিন আহমদ/এমএসআর